Featuredদুনিয়া জুড়ে

বিদেশী শিক্ষার্থীদের প্রতি নমনীয় থাকবেন থেরেসা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর অভিবাসী এবং বিদেশী শিক্ষার্থীদের প্রতি কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

ব্রেক্সিটের পর পুরো বিশ্বের সাথে সুসম্পর্ক রাখার উদ্দেশ্যে তিনদিনের চীন সফরে যেয়ে এমন মনোভাব প্রকাশ করেন তিনি

থেরেসা বলেন, বিদেশী ছাত্ররা দীর্ঘ সময়ে থাকে না, যারফলে অভিবাসনের উপর তেমন কোনো চাপ পড়ে না। বিশেষ করে ছাত্ররা যদি নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করে চলে যায় সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদেতেমন কোনো প্রভাব পড়ে না

গত সংসদে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে থাকার সময়ে অভিবাসীদের কঠোর অবস্থান থেকে সরে আসছে থেরেসাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঠিক কোন কারণে সে সময় কঠোর অবস্থানে গিয়েছিলাম সেটাও দেখতে হবে।

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স প্রসঙ্গে বলেন, গতবছর ছাত্রদের সংক্রান্ত অভিবাসন বিষয়ে সিদ্ধান্তের সময় সহানুভূতিশীল ছিলেন তিনি

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close