Featuredদুনিয়া জুড়ে

বিশ্বের সবচেয়ে খরুচে শহর সিঙ্গাপুর: ঢাকা ৭২তম

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পৃথিবীর সবচাইতে খরুচে শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭২ তম আর সিঙ্গাপুর পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল শহর। একটি জরিপে এই তথ্য উঠে এসেছে

দক্ষিণ এশিয়ার বিশেষত ভারত পাকিস্তানের অধিকাংশ শহরের চাইতে ঢাকার জীবননির্বাহের ব্যয় বেশী। দিল্লি, করাচি কিংবা চেন্নাই ঢাকার তুলনায় অনেক সস্তা।

জরিপ অনুসারে পৃথিবীর সর্বাধিক ব্যয়বহুল শহর সিঙ্গাপুর। এরপরের অবস্থানে আছে প্যারিস। ৩য় অবস্থানে আছে জুরিখ। এরপর যথাক্রমে রয়েছে হংকং, অসলো, জেনেভা, সিউল, কোপেনহেগেন, তেলআবিব এবং সিডনি

পৃথিবীর মোট ১৩০টি শহরের উপর এই জরিপ চালানো হয়েছে

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close