Featuredইউরোপ জুড়ে

রাশিয়াজুড়ে পড়ছে অদ্ভুত হলদে তুষার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুষারের রং সবসময় শ্বেতশুভ্র দেখেই অভ্যস্ত রাশিয়ানরা। তবে এ সপ্তাহে বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে থাকলো দেশটির জনগণ। পর্যটন শহর সোচিসহ দেশটির বিশাল এলাকা জুড়ে চলছে হলদে তুষারপাত।

হলদে তুষার নিয়ে তোলপাড় চলছে সামাজিক গণমাধ্যমগুলোতে। ইনস্টাগ্রামে স্কি করার ভিডিও পোস্ট করে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে মঙ্গল গ্রহে স্কি করছি!’ অনেকে আবার বিষয়টিকে দৈব ঘটনা বলেও উল্লেখ করছেন।

তবে দৈব কোনো ঘটনা নয়, হলদে তুষারপাতের পেছনে রয়েছে বৈজ্ঞানিক কার্যকরণ। সুদূর উত্তর আফ্রিকার সাহারা মরুভুমিতে সৃষ্ট ধূলিঝড় থেকে উড়ে আসা লাল ধুলোর কারণেই তুষার স্বাভাবিক রং হারিয়ে হলদে রং ধারণ করেছে।

গ্রিস হয়ে রাশিয়া পর্যন্ত পৌঁছানো ধুলিঝড়টি এতটাই তীব্র ও বিশাল আকৃতির ছিল যা নাসার স্যাটেলাইট ইমেজেও পরিষ্কার দেখা গেছে। শুক্রবারের ধুলিঝড়টির কারণে পুরো গ্রিস লাল ধুলোয় আবৃত হয়ে যায়। এই লাল ধুলোই রাশিয়ায় তুষারের সাথে মিশে হলদেটে রং ধারণ করেছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close