Featuredইউরোপ জুড়ে

ফ্রান্সে ধর্মঘটের কারণে রেলযোগাযোগে বিশৃঙ্খলা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের শ্রম আইন সংস্কারের প্রতিবাদে রেল শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। এতে দেশটির রেলযোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

ব্ল্যাক টিউজডে নামে শুরু হওয়া এ ধর্মঘট তিন মাসের বেশি সময় ধরে চলবে। প্রতি পাঁচ দিনে দুদিন করে ধর্মঘট করবেন শ্রমিকরা। ফ্রান্সের সরকারি রেল কোম্পানি এসএনসিএফের কর্মীরা ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছে। শক্তি ও বর্জ্য বিভাগও এ ধর্মঘটে যোগ দিয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ম্যাক্রন এই প্রথম বড় ধরনের কোনো পরীক্ষার মুখে পড়েছেন। এসএনসিএফের প্রায় ৭৭ শতাংশ ট্রেনচালক এবং কোম্পানির ৩৪ শতাংশ কর্মী এ ধর্মঘটে অংশ নিচ্ছেন।

দ্রুতগতির টিজিভিএস ট্রেনের আটটির মধ্যে মঙ্গলবার মাত্র একটি ট্রেন ছেড়েছে। আর পাঁচটি আঞ্চলিক ট্রেনের মধ্যে এদিন মাত্র একটি পূর্বনির্ধারিত সময় স্টেশন ত্যাগ করেছে।

রাজধানী প্যারিসে কমিউটার লাইনও বন্ধ ছিল। যে কারণে বাসে অতিরিক্ত ভিড় দেখা গেছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় সড়কগুলোতে গাড়ির চাপ বেড়ে গেছে। এমনকি এদিন ব্যস্ত সময়ে সড়কে ২৪০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছিল।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close