Featuredজাতীয়

বাবার কবরে সমাহিত তাজিন আহমেদ

শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে সমাহিত হলেন তাজিন আহমেদ।

বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আনন্দ বাড়ি শুটিং স্পটে রাখা হয় তাজিন আহমেদের মরদেহ। সেখানে সহকর্মীদের অনেকে তাকে শ্রদ্ধা জানাতে  আসেন।

এরপর কাশিমপুর কারাগারে তার মা দিলারা জলিকে দেখাতে মরদেহ নেওয়া হয়। তাজিন আহমেদের শেষযাত্রায় উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল ইসলাম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, অভিনেতা সিদ্দিকুর রহমান, পরিচালক বদরুল আনাম সৌদ, এসএ হক অলিক প্রমুখ।

এছাড়া তাজিনকে শেষবারের মতো দেখতে আসেন অভিনেত্রী আফরোজা বাবু, রোকেয়া প্রাচী, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, সুইটি, বিজরী বরকতুল্লাহ, বাঁধন, নওশীন, সোনিয়া, ঊর্মিলা, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে তাজিনের হার্ট অ্যাটাক হয়। বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি মসজিদে গোসল  শেষে মরদেহ উত্তরার রিজেন্ট হাসপাতালে রাখা হয়। সেখান  থেকে রাত ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।

১৯৭৫ সালের ৩০শে জুলাই  নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তাজিন আহমেদ। তিনি বেড়ে উঠেছেন পাবনা জেলায়। ঢাকার ইডেন কলেজ  থেকে পড়াশোনা শেষ করেছেন এ অভিনেত্রী। অভিনয়ে আসার আগে কাজ করেন বিভিন্ন সংবাদমাধ্যম ও ব্যাংকে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close