Featuredস্বদেশ জুড়ে
তিন সিটির তফসিল ঘোষণা: সিলেট-রাজশাহী-বরিশাল
শীর্ষবিন্দু নিউজ: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করে।
আগামী ৩০শে জুলাই তিনি সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী- ২৮শে জুন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
তফসিল ঘোষণাকালে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জানান, সিলেটে ৯ জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পরে আপিল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।
মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২লা জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ই জুলাই।