Featuredযুক্তরাজ্য জুড়ে

পদত্যাগ করেছেন ব্রিটিশ আইনমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ (ব্রেক্সিট) ইস্যুতে গুরুত্বপূর্ণ ভোটাভুটির প্রাক্কালে পদত্যাগ করেছেন ব্রিটিশ আইনমন্ত্রী ফিলিপ লি।

ব্রেক্সিট ইস্যুতে সরকারের কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এই নেতা।

২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অবস্থান নিয়েছিলেন এই রাজনীতিক। এখন মন্ত্রিত্ব ত্যাগের ফলে তিনি সরকারের অবস্থানের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ফিলিপ লি বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে আমার আসনের জনগণ, অর্থনীতি ও সংস্কৃতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। ফলে ব্রেক্সিট বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়াটা হবে দায়িত্বজ্ঞানহীন কাজ।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে দ্বিতীয় দফায় আরেকটি গণভোটের আয়োজন করতে ব্রেক্সিট বাস্তবায়নে বিলম্বের আহ্বান জানান ফিলিপ লি।

এদিকে যুক্তরাজ্যের ইউরোপ ত্যাগের পক্ষে আন্দোলন করেছেন এমন কয়েকজন ব্রেক্সিটের পক্ষে হওয়া আন্দোলনকে ‘স্বাধীনতা সংগ্রাম’ আখ্যা দিয়ে স্মৃতি জাদুঘর স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন।

সংগঠনের সদস্যরা মিউজিয়াম অফ ব্রেক্সিট ডট ইউকে নামের একটি ওয়েবসাইট খুলে সেখানে যুক্তরাজ্যের বাসিন্দাদের ২০১৬ সালের ২৩ জুনে ব্রেক্সিটের পক্ষে হওয়া গণভোটের স্মৃতিবিজড়িত ভাষণের অনুলিপি, আন্দোলনের স্মৃতিচিহ্ন, ছবি, ফিতার তৈরি ব্যাজ, প্রচারপত্রসহ অন্যান্য জিনিস পাঠানোর আহ্বান জানিয়েছেন।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আমাদের পরিকল্পনা স্মৃতি, ঘটনা এবং সংশ্লিষ্ট জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে আসা যাতে আমাদের দেশের ইতিহাস সংরক্ষণ করা যায়।

আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সংগ্রহশালা তৈরি করা যা যুক্তরাজ্যের স্বাধীনতার জন্য হওয়া আন্দোলনকে স্মরণ করিয়ে দেবে। মিউজিয়াম অব ব্রেক্সিট নামের সার্বভৌমত্বের স্মৃতিবাহী জাদুঘরটি বানানোর উদ্যোগ যারা নিয়েছে এই ওয়েবসাইটটি তাদের।

জাদুঘরটির জন্য নির্দিষ্ট স্থান এখনও নির্ধারণ করা হয়নি। তবে লিংকন শহরসহ ইংল্যান্ডের মধ্যভাগে ব্রেক্সিটের পক্ষে সমর্থন প্রবল হওয়ায় সেখানকার কোনও একটি স্থানেই জাদুঘরটির স্থাপিত হওয়ার সম্ভাবনা বেশি।

জাদুঘরের উদ্যোক্তারা ইতিমধ্যে যুক্তরাজ্যের উগ্র ডানপন্থী ‘ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টির’ (ইউকেআইপি) সাবেক নেতা নাইজেল ফারাজের সমর্থন পেয়েছেন, যিনি ব্রেক্সিটের পক্ষে শক্তিশালী প্রচারণা চালিয়েছিলেন।

অন্যদিকে ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর থেকে  যুক্তরাজ্যে বর্ণবাদ আরও বেড়েছে বলে করে জাতিসংঘ। সংস্থাটির বর্ণবাদ বিষয়ক বিশেষ দূত অধ্যাপক তেন্দায়ি আচিউম জানিয়েছেন, ওই ভোটাভুটির পর ক্রমবর্ধমান জাতিগত বৈষম্যের পরিবেশ তৈরি হয়েছে।

সুস্পষ্ট জাতিগত, নৃতাত্ত্বিক ও ধর্মীয় অসহিষ্ণুতার মতো ঘটনা ঘটছে। বেড়েছে হেট ক্রাইমের মতো ঘটনার প্রবণতা।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close