Featuredগ্যালারী থেকে

ব্রাজিল দলে ফের বড় দুঃসংবাদ

গ্যালারী থেকে ডেস্ক: সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একদিন আগে বড় দুঃসংবাদ পেলো ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পরবেন না ডগলাস কস্তা।

দুঃসংবাদ এটুকু হলে সেটাকে বড় না বললেও হতো। শুধু পরবর্তী ম্যাচ নয় এ চোটের কারণে রাশিয়া বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন কস্তা।

এ বিষয়ে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদমাধ্যমকে বলেন, কস্তার চোটের যে অবস্থা, তাতে তাকে  ২-৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপ ফাইনাল হতে আর ২০ দিন বাকি, ব্রাজিল যদি ফাইনালেও ওঠে, এর মধ্যে কস্তার সুস্থ হয়ে ফেরা অসম্ভব। এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামা হয়নি ডগলাস কস্তার।

সর্বশেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে সেলেকাওদের শুরুর একাদশে ছিলেন না তিনি। তবে দ্বিতীয়ার্ধে উইলিয়ানের বদলি হিসেবে নেমে দুটি গোলে অবদান রাখেন কস্তা। কুটিনহোর প্রথম গোলে তার যথেষ্ট অবদান ছিল, নেইমারের গোলটা তো সরাসরি তিনিই অ্যাসিস্ট করেছেন।

ব্রাজিলের সংবাদপত্র গ্লোবো স্পোর্তো জানায়, কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ব্যথা নিয়েই খেলেছেন কস্তা। টিম ম্যানেজম্যান্টকে নাকি চোটের বিষয়টি জানানওনি।

এদিকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের রাইটব্যাক দানিলো। চোটের কারণে বিশ্বকাপের আগেই ছিটকে গেছেন ডিফেন্ডার দানি আলভেজ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে কস্তার পারফরম্যান্স নজর কেড়েছিল কোচ লিওনার্দো বাচ্চি তিতের।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close