Featuredআরববিশ্ব জুড়ে

অভিভাবকত্ব ব্যবস্থা অপসারণের উদ্যোগ সৌদিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সৌদি প্রিন্সেস রিমা বিনতে বন্দও আল-সাউদ বলেছেন তার দেশে নারীদের জন্যে প্রচলিত অভিভাবকত্ব ব্যবস্থা বেশ জটিল এবং তা অপসারণে শুরা কাউন্সিল উদ্যোগ নিয়েছে।

রিমা সৌদি নারীদের গাড়ি চালানোর সুযোগকে সঠিক উদ্যোগ বলেই মন্তব্য করেন। সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে প্রিন্সেস রিমা বলেন, সৌদি সরকারে আমার ভূমিকা হচ্ছে শুধু অভিজাত সম্প্রদায়ের জন্যে নয় বরং সকলের জন্যে এগিয়ে চলায় সহায়ক হবে এমন ইস্যুকে তুলে ধরা।

প্রিন্সেস রিমা সৌদি নারীদের গাড়ি চালানোর সুযোগকে ‘সবেমাত্র শুরু’ হিসেবে অভিহিত করে বলেন, এটি শুধু কর্মসংস্থান ও নারীদের পেশাগত করে তুলবে না উপরন্তু একজন নারী স্বাধীনভাবে চলাফেলা করতে পারবে।

একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত কোনো সৌদি নারীর বিয়ের অনুমতি ও ভ্রমণ তার পুরুষ অভিভাবক ছাড়া সম্ভব নয় এবং এধরনের অভিভাবকত্ব ব্যবস্থা অপসারণের উদ্যোগের কথা প্রিন্সেস রিমা জানালেও ঠিক কবে নাগাদ তা তুলে দেওয়া হবে তা সুস্পষ্ট বলেননি তিনি।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

আরও দেখুন...

Close
ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close