Featuredযুক্তরাজ্য জুড়ে

প্রেমিকের দৌলতে ব্রিটিশ ফ্যাশনে মজেছেন মালিয়া ওবামা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামার ব্রিটিশ বয়ফ্রেন্ড নিয়ে কম জল ঘোলা হয় নি। সম্প্রতি প্রেমিকের সঙ্গে ডেটে যাওয়ার সময় মালিয়াকে দেখা যায় ব্রিটিশ ব্র্যান্ড ডক্টর মার্টিন বুটস এর কালো জুতো এবং সাদা পোশাকে।

লন্ডনে গত সপ্তাহে হাতে হাত ধরে ঘুরছিলেন মালিয়া ও রোরি। রোরির পরনে ছিল গোলাপি শার্ট ও নীল টাউজার। এই সময় রোরোর হাতে ছিল সিগারেট। ওবামাও প্রেসিডেন্ট হওয়ার আগে নিয়মিত ধূমপান করতেন।

২০১৭ সালে এই জুটির চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর জানুয়ারিতে নিউইয়র্কে প্রথম তাদের একসঙ্গে দেখা যায়। রাগবি ও গল্ফে পারদর্শী রোরোকে মালিয়ার সঙ্গে প্রেম করতে দেখা যাওয়ার পরই বিশ্বগণমাধ্যমের নজরে পড়েন এই ব্রিটিশ তরুণ।

রোরোর কাজিন বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাণী এলিজাবেথের অ্যাসিস্টেন্ট মাস্টার হিসেবে কাজ করছেন। হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেমিক রোরি ফারকুহারসনের সঙ্গে পরিচয় হয় ২০ বছরের এই তরুণীর।

২০১৭ সালে বাবা-ও মায়ের পদানুসারণ করে হার্ভাডে ভর্তি হন মালিয়া। ওবামা ও মিশেল দু’জনই হার্ভাড থেকে আইনে পড়াশোনা করেছেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close