Featuredএশিয়া জুড়ে

ইমরান খান সহ চার কোটি পাকিস্তানির তথ্য হ্যাক করলো ভারতীয় হ্যাকাররা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতীয় হ্যাকারদের একটি দল ইমরান খান সহ প্রায় চার কোটি পাকিস্তানি নাগরিকের তথ্য হ্যাক করেছে।  হ্যাকিংয়ের কারণ হিসেবে হ্যাকিং দলটি জানায়, পাকিস্তানের জন্য ফ্রেন্ডশিপ ডে এর বিশেষ উপহার এটি।

এনডিটিভি তাদের  এক প্রতিবেদনে জানায়, হ্যাক করেছে চারতের কেরালায় অবস্থান করা একদল ভারতীয় হ্যাকার। হ্যাকার দলটি তাদের ফেসবুক পেজেও এর বিস্তারিত তথ্য তুলে ধরেছে।

সেখানে জানানো হয়, কোন লিংকে ক্লিক করলে ওইসব ফোন নম্বরের ডিটেল পাওয়া যাবে। এমনকি ক্রিকেটার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের দাবিদার ইমরান খানের নম্বরও ফাঁস করা হয়েছে।

১৩টি ভাগে ভাগ করে ওই নম্বর প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ২০১৪ থেকে কার্যকর হয়েছে ওই হ্যাকার দল। এর আগেও এরা একাধিক পাকিস্তানি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে।

দেশ জুড়ে বিভিন্ন ওয়েবসাইট বা ফোনের তথ্য সুরক্ষিত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

আরও দেখুন...

Close
ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close