Featuredইসলাম থেকে

কোরবানির মাধ্যমে যা অর্জিত হয় আমাদের

ইসলাম থেকে ডেস্ক: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানী ঢাকাসহ দেশের ধর্মপ্রাণ লাখো-কোটি মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করেছেন।

নামাজ আদায়ের পর করেছেন পশু কোরবানি। আসুন দেখা যাক, কোরবানির মাধ্যমে আমাদের দুনিয়াবি এবং পরকালীন কি কি অর্জিত হয়! এ রকম ২২টি বিষয় খুঁজে বের করা হয়েছে-

১. শরীয়তে মুহাম্মাদী (সা.) প্রতিপালন।

২. সুন্নাতে ইবরাহীমী (আ.) অনুসরণ।

৩. হজরত ইসমাঈল (আ.) ও মা হাজেরা (আ.) এর পূণ্য স্মৃতি স্মরণ।

৪. ইবলিস-শয়তানের মুখে চুনকালি লেপন।

৫. আল্লাহ পাকের নৈকট্য হাসিল।

৬. কবুল হবে তাকওয়া ও খুলুসিয়াত বা ইখলাসে নিয়্যাত।

৭. নিজের অন্তস্থিত পশুবৃত্তিকে বধ করা।

৮. আত্মত্যাগের প্রশিক্ষণ।

৯. প্রিয় বস্তু ত্যাগের অনুশীলন।

১০. মহান ত্যাগের শিক্ষায় শিক্ষিত জাতি ও ভবিষ্যৎ প্রজন্ম গঠন।

১১. ত্যাগের আনন্দ ও পরিতৃপ্তি অর্জন।

১২. কুরবানী পশুর প্রতি পশমে নেকী বা সওয়াব।

১৩. আত্মীয়-স্বজনের অনন্দ।

১৪. গরীবদের খুশী।

১৫. আমিষের অভাব পূরণ।

১৬. খামারীদের উন্নতি।

১৭. এতিমখানার আয়।

১৮. ব্যবসায়ীদের লাভ।

১৯. শিল্প-কারখানার রসদ।

২০. শ্রমিকদের কর্ম সংস্থান।

২১. বৈদেশিক মুদ্রা অর্জন।

২২. অর্থনৈতিক প্রবাহ ও উন্নয়ন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close