Featuredবিনোদন

নবাব পরিবারের রাখি উৎসব

বিনোদন ডেস্ক: ভাইয়ের হাতে রাখি পড়িয়ে ভাইয়ের মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করে বোন আর যেকোন পরিস্থিতিতে বোনকে রক্ষার প্রতিশ্রুতি করে ভাই। এভাবেই পালিত হয় রাখিবন্ধন উৎসব।

রোববার ছিল এই রাখি উৎসব। সাধারণদের মত বলিউড পাড়ায়ও গতকাল লেগেছিল রাখি উৎসবের ধুম। পতৌদি নবাব পরিবারে এবারের রাখি উৎসবে বসেছিল যেন চাঁদের হাট।

তৈমুর, সারা, ইব্রাহিম আর ইনায়ার চার নতুন নক্ষত্রের মিলনমেলায় পরিপূর্ণ ছিল নবাব বাড়ির প্রাঙ্গণ।

সাইফ কন্যা সারা আর সোহা আলী খানের মেয়ে ইনায়া রাখি পড়িয়েছে ভাই ইব্রাহিম আর তৈমুরকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে এসময় তাদের দেখা যায় খুনসুটিতে মেতে উঠতে।

আর এরই মধ্যে সবার নজর কেড়েছে তৈমুরকে ইনায়ার রাখি পড়িয়ে দেয়ার ছবিটি। শুধু তারাই নন, সোহাও রাখি পড়িয়েছেন ভাই সাইফকে। সাইফের জন্য বিশেষ উপহারও আনেন সোহা।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close