Featuredযুক্তরাষ্ট্র জুড়ে

৯/১১ নিয়েও মিথ্যাচার ট্রাম্পের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ৯/১১ নিয়েও মিথ্যাচার করে এবার কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রীতি অনুযায়ী ওইদিন নিহত হওয়া ব্যক্তিদের স্মরণে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট। এবার শ্রদ্ধা জানানোর ভুয়া ছবি পোস্ট করে সমালোচনার শিকার হলেন ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত টুইট বার্তায় একটি ছবি পোস্ট করে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে স্মরণ অনুষ্ঠান শেষে পেনসেলভেনিয়ার উদ্দেশ্যে।

যদিও ৯/১১ তে নিহতদের স্মরণে হোয়াইট হাউসের স্মরণ অনুষ্ঠানের ছবি যে এক বছর আগের তা তাৎক্ষণিক ধরে ফেলেন টুইটার ব্যবহারকারীরা।

ট্রাম্পের ওই ছবিতে দেখা যায় তার সাবেক যোগাযোগ পরিচালক হোপ হাইক ও পরামর্শক ওমারোসা ম্যানিগুলেত নিউম্যানকে। যারা এখন ট্রাম্প প্রশাসনেই নেই।

টুইটার ব্যবহারকারীরা স্মরণ অনুষ্ঠানের সত্যিকারের ছবি পোস্ট করে বলেন, মঙ্গলবার হোয়াইট হাউসের স্মরণ অনুষ্ঠানে কর্মকর্তারা থাকলেও ট্রাম্প ততক্ষণে পেনসেলভেনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আর ট্রাম্পের প্রকাশিত এই ছবিটি এক বছর আগেই মেলানিয়া ট্রাম্প ৯/১১ এর স্মরণ অনুষ্ঠানে প্রকাশ করেছিলেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close