Featuredযুক্তরাষ্ট্র জুড়ে

যুক্তরাষ্ট্রের বোস্টনে গ্যাস পাইপলাইন বিস্ফোণে নিহত ১

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস প্রদেশের বোস্টনে ৭০ টি টানা বিস্ফোরণের ১ জন নিহত ও বহু মানুষকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আহতদের মধ্যে ৬ জনকে আশাঙ্কজনকভাবে হাসপাতালে ভর্তি করা গেছে। ভয়াবহ এই সিরিজ বিস্ফোরণে অন্তত ৬০টি বাড়িও সম্পূর্ণ পুড়ে গেছে।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার বোস্টনের কাছে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী বহু মানুষকে ইতোমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

বিস্ফোরণের ঘটনাটি ম্যাসাচুয়েটস’র ৪০ কিলোমিটারের মধ্যে অবস্থিত লরেন্স, এনদোভার ও উত্তর এনদোভারের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

কর্তৃপক্ষ ১৮ বছর বয়সী লিওনেল রোনডন নামে একজন ব্যক্তির নিহতের খবর দিয়েছে। বিস্ফোরণের কারণে একটি চিমনি রোনডনের গাড়ির ওপর আছড়ে পড়লে তার মৃত্যু হয়। এসোসিয়েট প্রেস (এপি)

এদিকে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, এনদোভারে একজন অগ্নিনির্বাপণ কর্মীসহ ৩ জন মানুষ আহত হয়েছে।

তবে লরেন্স হাসপাতালের মুখপাত্র জিল মেকডোনাল্ড হেলসি জানান, আমরা ৬জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছি। যদিও হাসপাতালে ভর্তি আহত ব্যক্তির সংখ্যা ১০ বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close