Featuredযুক্তরাষ্ট্র জুড়ে

যুক্তরাষ্ট্রে নারী বন্দুকধারীর গুলিতে নিহত ৩

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে স্নচিয়া মসেলে (২৬) নামের এক নারী বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি করে ৩ জনকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন।

এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে একটি ওষুধের দোকানে এই নারী বন্দুকধারীর গুলি চালানোর ঘটনা ঘটে।

তবে তার গুলি চালিয়ে মানুষ হত্যার কারণ এখনও জানা জানতে পারেনি পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাকারী স্নচিয়া মসেলে ওই ওষুধের দোকানটিতে খন্ডকালীন কাজ করতেন। গতকাল কাজে যোগ দিতে এসে স্থানীয় সময় সকাল ৯টায় তিনি এলোপাতাড়ি গুলি শুরু করেন।

এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন এবং আরো ৩ জন গুরুতর আহত হন। এলোপাতাড়ি গুলি চালানোর পর পরই তিনি কাছে থাকা নাইন এমএম আগেয়াস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। স্নচিয়া মসেলে নামের এই হামলাকারীর হামলার কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close