Featuredযুক্তরাষ্ট্র জুড়ে

যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলায় আক্রান্তদের স্থানীয় মুসলিমরা ১ লাখ ডলার সহায়তা দিয়েছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পিটাসবার্গে ইহুদিদের ধর্মীয় উপসানলয় সিনাগগে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সহায়তা হিসেবে স্থানীয় মুসলিমরা লাখ ডলার সহায়তা দিয়েছে।

ওই হামলায় ১১ জন নিহত হয়। প্রতিবেশি ইহুদিদের এধরনের সহায়তায় স্থানীয় মুসলিমরা প্রচারণা শুরু করলে মাত্র ঘন্টায় ২৫ হাজার ডলার জমা পড়ে। এরপর ২৪ ঘন্টায় তা ৫০ হাজার ডলার ছাড়িয়ে যায়। প্রচারণার লক্ষ্য এবার লাখ ২৫ হাজার ডলার। টাইমস অব ইসরায়েল

মুসলিমদের দুটি স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান সেলিব্রেটমার্সি এমপাওয়ার চেঞ্জ প্রচারণার উদ্যোগ নেয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানায় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান আমাদের বিশ্বাসেরই অংশ এবং শক্তিশালী বার্তার জানান দিতেই ইহুদি প্রতিবেশিদের ওপর হামলার বিরুদ্ধে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি।

আহতদের চিকিৎসা, শোক সন্তপ্ত পরিবার নিহতদের সৎকারের জন্যে মুসলিমদের সয়াহতার অর্থ তুলে দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয় যুক্তরাষ্ট্রের এধরনের সন্ত্রাসী হামলার কোনো স্থান নেই এবং বার্তা ইহুদি মুসলিমদের ঐক্য হিসেবেই আমরা দিচ্ছি

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close