Featuredযুক্তরাষ্ট্র জুড়ে

ট্রাম্পের তদন্তকারী মুলারের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন স্পেশাল কাউন্সিল অফিস জানিয়েছে, তারা কাউন্সিল প্রধান রবার্ট মুলারের বিরুদ্ধে যৌন হয়রানির একটি মিথ্যা মামলার ষড়যন্ত্রের বিষয়ে জানতে পেরেছে।

বিষয়টি এফবিআই’কেও জানানো হয়েছে। পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে থাকলেও এতে রিপাবলিকানদের জড়িত থাকার আভাস পাওয়া গেছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় রুশ সম্পৃক্ততা তদন্তে রবার্ট মুলারকে প্রধান করে স্পেশাল কাউন্সিল গঠন করা হয়।

বিশেষ কমিটির মুখপাত্র পিটার কার একটি ই-মেইলের মাধ্যমে ডয়েশে ভেল’কে নিশ্চিত করে জানান, গত সপ্তাহে আমরা প্রথম জানতে পারি একজন নারীকে রবার্ট মুলারের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ আনার জন্য অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

তখনই কমিটির পক্ষ থেকে এফবিআই’কে বিষয়টি তদন্ত করতে বলা হয়। ওই নারীর পরিচয় এখনও জনসম্মুখে প্রকাশ করা না হলেও বেশ কয়েকজন সাংবাদিককে তিনি ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন তাকে ২০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে মুলারের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া, ওই নারী দ্য আটলান্টিক ম্যাগাজিনকে জানান, রিপাবলিকান লবিস্ট ও ডানপন্থী রেডিও’র উপস্থাপক জ্যাক বুর্কম্যানের জন্য কাজ করা একজন ব্যক্তি তাকে ওই প্রস্তাব দেন।

এর আগে, বুর্কম্যান তার ফেসবুক ভিডিওতে মুলারকে একজন মদ্যপ ও যৌন হয়রানিকারী হিসেবে আখ্যা দিয়েছিলেন। এর পাশাপাশি, টুইটারে মুলারের বিরুদ্ধে একই অভিযোগের কথা লিখেছিলেন তিনি। যদিও, এর পক্ষে সেসময় কোনও প্রমাণ দিতে পারেননি বুর্কম্যান।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close