Featuredজাতীয়

শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হচ্ছে ৪৭তম মহান বিজয় দিবস

শীর্ষবিন্দু নিউজ: মহান এই বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের  সম্মান জানিয়ে ও স্মরণ করে জাতি আজ রবিবার (১৬ ডিসেম্বর) পালন করছে ৪৮তম বিজয় দিবস।

শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে জাতীয় স্মৃতিসৌধের বেদী। মানুষ আসছে নম্র শ্রদ্ধায়, এ দেশের মাটির বুকে ঘুমিয়ে থাকা লক্ষ মুক্তিযোদ্ধা আজ আবারও জেগে উঠেছেন লক্ষ নতুনের হৃদয়ে।

বাংলাদেশের স্বাধীনতা লাভের ৪৭ বছর পূর্ণ হওয়ার এই দিনে সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হচ্ছে। সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩০ লাখ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশবাসী।

সরকারি-বেসরকারি সব ভবনে উড়ছে জাতীয় পতাকা, সাভার স্মৃতিসৌধসহ দেশের সব শহীদ বেদীগুলো ভরে উঠছে শ্রদ্ধার ফুলে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান একাত্তরের বীর শহীদদের স্মৃতির উদ্দেশে।

এছাড়া বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও নানা রঙের আলোকসজ্জা করা হয়েছে।

 

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close