Featuredযুক্তরাষ্ট্র জুড়ে

যুক্তরাষ্ট্রে চার বছর বয়সী শিশুর গুলিতে আহত মা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে চার বছর বয়সী এক শিশুর ছোঁড়া গুলিতে চরমভাবে আহত হয়েছে তার মা। গুলিটি লেগেছে মুখে। তার অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সংশ্লিষ্ট নারী গর্ভবতী।

শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সন্তানের ছোঁড়া গুলিতে মায়ের গুলিবিদ্ধ হওয়ার ওই ঘটনাটি ঘটে। চার বছরে ছেলেটির বাবা কার্পেটের নিচে গুলি ভর্তি বন্দুক রেখে দিয়েছিল। খেলার ছলে সেটি খুঁজে পেয়ে মায়ের দিকে তাক করে ট্রিগার চেপে দেয় ছেলেটি।

ছেলেটির বাবা জানিয়েছে, সম্প্রতি প্রতিবেশীর বাড়িতে হওয়া এক সহিংসতার ঘটনায় সতর্কতা হিসেবে বন্দুকে গুলি ভরে রাখা হয়েছিল। কিং কাউন্টির শেরিফের কার্যালয় থেকে জানা গেছে, ২৭ বছর বয়সী ভুক্তভোগী নারীকে হার্বরভিউ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

আট মাসের অন্তঃসত্ত্বা ভুক্তভোগী নারীর অবস্থা আশঙ্কাজনক। গার্ডিয়ান লিখেছে, ওয়াশিংটনে পাস হওয়া নতুন আইন অনুযায়ী, লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র যথাযথভাবে সংরক্ষণ না করলে বন্দুকের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close