Featuredইউরোপ জুড়ে

নেদারল্যান্ডে অফিসে সাইকেলে গেলে বিশেষ কর ছাড়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাইকেল চড়ে অফিস গেলে বা নিজের যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করলে নেদাল্যান্ডের স্থানীয় মুদ্রায় প্রতি কিলোমিটারে আপনি করছাড় পাবেন ১৬ টাকা।

মূলত সাইকেল যাত্রার প্রচারের জন্যই মিলছে এই সুবিধা। যানবাহন হিসেবে সাইকেল ব্যবহার করলে দূষণ কম হয়, জ্বালানিও খরচ হয় না। এর ফলে অনেক উন্নত দেশই সাইকেলে চড়া ওপর জোর দেয়া হয়। সাধারণের মধ্যে উৎসাহ জাগাতেই এমন ব্যবস্থা নিয়েছে নেদারল্যান্ড সরকার।

তবে এই করছাড় তখনই ধার্য হবে, যখন আপনি অফিসে যাবেন সাইকেলে। শরীরচর্চা বা মজার জন্য সাইকেল চালালে তাতে কোন রকম করে ছাড় পাওয়া যাবে না। টাইমস অব ইন্ডিয়া

অন্যদিকে এই ছাড় হিসেব সরাসরি চলে যাবে আপনার কর্মস্থলে। সেখান থেকেই পাবেন সুবিধা। অনেক সময় নতুন সাইকেল কিনতেও, অর্থ সাহায্য পেতে পারেন আপনি। সাইকেল যাত্রাকে আরও জনপ্রিয় করতে রাস্তার পরিকাঠামো তৈরি করছে দেশটির সরকার।

যাতে যারা যাতায়াত করবেন, তাদের কোন সমস্যা না হয়। ইউরোপের এমন অনেক দেশেই এই সুবিধা আছে। ব্রিটেনে আবার ট্রাক্স ফ্রি বাইক কেনার সুবিধাও পাওয়া যায়

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close