Featuredআরববিশ্ব জুড়ে

ইমরান খান দুই দিনের সফরে সৌদিতে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: দুই দিনের সৌদি আরব সফরে বৃহস্পতিবার ইসলামাবাদ ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। -খবর ডন অনলাইনের

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে তিনি এই সফরে গেছেন বলে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে। সময়ে অধিকৃত কাশ্মীরের অস্থিতিশীলতা নিয়ে তিনি আলোচনা করবেন।

গত আগস্ট কাশ্মীরের সাংবিধানিক বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার ঘোষণা দেয় ভারতীয় হিন্দুত্ববাদী সরকারএরপর থেকে উপত্যকাটিতে ভারতীয় সরকারের কঠোর বিধিনিষেধ যোগাযোগ অচলাবস্থা চলছে

বিবৃতিতে বলা হয়, ইস্যুটি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকাশ্মীর উপত্যকাটির পরিস্তিস্থি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টার অংশ হিসেবে তিনি সৌদি সফরে গিয়েছেন

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আসবেন ইমরান খান

সৌদি সংযুক্ত আরব আমিরাতের দুই যুবরাজের সঙ্গে ফোনালাপের ফলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চলতি সপ্তাহে পাকিস্তান সফরে যান। এসময় তার ইমরান খান দেশটির সেনাপ্রধানের সঙ্গে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close