Featuredবলিউড

বর্ষবরণের রাতে শাহরুখ কণ্যার চুম্বনের ছবি নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক: ফের ইন্টারনেটে ঝড় তুললেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। নতুন বছরের শুরুতে বন্ধুদের নিয়ে যখন আলিবাগের বাংলোয় যান সুহানা- সেই সময় শাহরুখ কন্যার একটি ছবি ঘিরে শুরু হয় জোর শোরগোল। যেখানে এক বন্ধুর গালে চুম্বন করতে দেখা যায় সুহানাকে।

২০২০ সালের শুরুতে শাহরুখের আলিবাগের বাংলোয় হাজির হন সুহানা খান। কিং খানের আলিবাগের বাংলোয় সুহানার সঙ্গে হাজির হন আরিয়ান খান এবং আব্রহামও। পাশাপাশি সুাহানার বন্ধু অনন্যা পান্ডেসহ একঝাঁক বন্ধু নিয়ে আলিবাগের বাংলো আলো করে বসে থাকেন শাহরুখ-কন্যা। গোটা রাত ধরে চলে পার্টি। কিন্তু কার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে চুম্বন করছেন সুহানা খান- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এদিকে সম্প্রতি শাহরুখ খান কেন তার পরবর্তী সিনেমার ঘোষণা করছেন না তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

আরও দেখুন...

Close
ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close