Featuredসিলেট থেকে

সিলেটে অজ্ঞান হওয়া ফিনল্যান্ডের নাগরিক শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারাইন্টিনে

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর মীরবক্সটুলায় আচমকা অজ্ঞান হয়ে পড়েন ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কু। পুলিশ ও স্থানীয়দের সহয়তায় বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারাইন্টিনে রাখা হয়েছে তাঁকে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ফিনল্যান্ডের নাগরিক মার্কুকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

সিলেট মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আজ শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত: ফিনল্যান্ডের যুবক মি. মাকু (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করে হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close