Featuredযুক্তরাজ্য জুড়ে

যুক্তরাজ্যে করোনার হটস্পট বার্নলি শহর

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে বার্নলি। গত সাত দিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৮ জন। এতে গড়ে সেখানে প্রতি এক লাখ মানুষে আক্রান্তের হার ২৫৬.৪। ইংল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এমন খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

দ্বিতীয় অবস্থানে রয়েছে লিভারপুল। সেখানে আক্রান্তের হার ১৩১.১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪৩.৮ ভাগে। নতুন করে লিভারপুরে আক্রান্ত হয়েছেন ১২১৪ জন। তৃতীয় অবস্থানে রয়েছে নোজলে। সেখানে আক্রান্তের হার ১৩২.৬ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৪১.৯।

উল্লেখ্য, নতুন সংক্রমিতের সংখ্যা ৩৬৫। গত ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনের পরীক্ষার ওপর ভিত্তি করে এই ক্রম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি এক লাখ মানুষের ওপর এই হার নির্ধারণ করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত করা হয়নি গত তিন দিনের তথ্য। পর্যায়ক্রমে এই তালিকায় রয়েছে নিউক্যাসল, পেন্ডল, সান্দারল্যান্ড, হলটন, সেফটন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close