Featuredলন্ডন থেকে

লন্ডনের কেমডেনে বসবাসরত বিশ্বনাথবাসীদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: লন্ডনের কেমডেন টাউনে বসবাসরত বিশ্বানাথ বাসীদের ভার্চুয়াল সভা ১৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়।

মুহিব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া, রাজনীতিবিদ, কবি ও সাংবাদিক শাহ শামীম আহমেদ, লেখক ও সমাজসেবক প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আবেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর ফলিক চৌধুরীl এছাড়াও সভায় ডঃ মোহাম্মদ জাহিরুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও নিকট আত্মীয় মারা যাওয়ায় উপস্থিত থাকতে পারেন নি।

আলোচনায় অংশ নেন মোহাম্মদ আলকাছ আলী, মাসুক আলী, মইনুল ইসলাম, দৌলত হোসেন, ফারুক মিয়া, হাফিজুর রহমান, নুরুজ আলী, সালিক মিয়া, মকসুদ আহমেদ। অতিথিবৃন্দ সভা আয়োজনের জন্য সঞ্চালকসহ কেমডেনে বসবাসরত সকল বিশ্বনাথবাসীদের ধন্যবাদ জানান।

কেমডেনে সকল বিশ্বানাথবাসীদের মধ্যে ঐক্য, সৌহাদ্য ও সম্প্রীতি দেখে প্রশংসা ব্যক্ত করেন। এছাড়াও একে অন্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রেখে বিশ্বনাথের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা বিলেতে বিশ্বনাথবাসীদের মধ্যে একে অন্যের মধ্যে যাতে পারস্পরিক সুসম্পর্ক বিদ্যমান থাকে সে লক্ষ্যে সবাইকে কাজ করার ও সহযোগিতার অনুরোধ জানান। বক্তারা নতুন প্রজন্মের কাছে বিশ্বনাথের প্রবীণ ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজনদের পরিচিতি তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত সবাই আগামীতে বৃহত্তর পরিসরে বিলেতে বসবাসরত সকল বিশ্বনাথবাসীদের নিয়ে ভার্চুয়াল মিলন মেলার প্রস্তাব করেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close