Featuredআরববিশ্ব জুড়ে

গাড়ি নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়ল কাবা শরীফে

শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ, সৌদি আরব: একটি হুন্দাই কার নিয়ে গ্রান্ড মসজিদের চত্বরে ঢুকে পড়ে এক ব্যক্তি। আরব নিউজ/গালফ নিউজ/সৌদি প্রেস এজেন্সি।

গত শুক্রবার রাত সাড়ে ১০টায় ঐ ব্যক্তি গ্রান্ড মসজিদের চত্বরে ঢুকে হেরেম শরীফের ৮৯ নম্বর দরজায় গিয়ে গাড়িটি প্রচণ্ড শব্দে আঘাত হানে। গাড়িটির পিছুপিছু নিরাপত্তা রক্ষীরা দৌড়ে যান এবং চালককে আটক করেন। এরপর গাড়িটি ঠেলে তারা বের করে নিয়ে যান।

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ ওই চালককে গ্রেফতার করেছে। মক্কা অঞ্চলের নিরাপত্তা মুখপাত্র সুলতান আল-দোসারি এ তথ্য জানালে ওই চালকের পরিচয় জানানো হয়নি। তবে সে সৌদি নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। আটক ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন অফিসের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পুলিশ বলছে গাড়ির চালক অপ্রকৃতিস্থ অবস্থায় পাওয়া গেছে। নিরাপত্তা রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই গ্রান্ড মসজিদের দক্ষিণের চত্ত্বর দিয়ে ওই ব্যক্তি দ্রুত গতিতে গাড়িটি নিয়ে ঢুকে পড়েন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close