Featuredআরববিশ্ব জুড়ে

সৌদি আরব প্রাধান্য হারাতে পারে বাইডেনের পররাষ্ট্রনীতিতে

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতিতে প্রাধান্য হারাতে পারে সৌদি আরব। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ভয়েস অব আমেরিকা।

প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক ছিল যুক্তরাষ্ট্রের। তবে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচি জো বাইডেন বিভিন্ন সময় সৌদি আরবের মানবাধিকার বিষয় সমালোচনা করেছেন।

বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রতি মনযোগী হওয়ায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের সম্ভার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে প্রাধান্য হারাতে পারে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close