শীর্ষবিন্দু নিউজ: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফার ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন। এ দফায় সোমবার ৩৪টি জেলার ৭৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ভোটগণনা শেষে সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
এদিকে, ভোর পাঁচটা পর্যন্ত ঘোষিত ৬৭ উপজেলার মধ্যে ৫০টিতেই চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রাথীরা। ১২টিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী, জামায়াত তিনটিতে ও একটিতে জনসংহতি সমিতি এবং একটিতে ইউপিডিএফের প্রার্থী বিজয়ী হয়েছেন।
কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন পলাশ (দোয়াত-কলম) ৫৮ হাজার ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফজলুর রহমান নয়ন (আনারস) পান ২৪ হাজার ৬৩৪ ভোট।
বগুড়া সদর: বগুড়া সদর উপজেলা পরিষদ র্নিবাচনে ১ লাখ ৫৪ হাজার ৮০৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী আলী আজগর তালুকদার হেনা (মোটরসাইকেল) চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি (দোয়াত-কলম) পেয়েছেন ২৪ হাজার ৩৬৮ ভোট।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহজাহান ভূঁইয়া (আনারস) ১ লাখ ১১ হাজার ২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাহাফুজুর রহমান আকন্দ (কাপ-পিরিচ) পেয়েছেন ৩১ হাজার ৭০৪ ভোট।
পবা (রাজশাহী): রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক মোকবুল হুসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনসুর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৪৩ ভোট।
বামনা (বরগুনা): বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সাইদুল ইসলাম লিটু জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ মানজুরুল রব মর্তুজা আহসান মামুন চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।
পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ হাজার ২৪৩ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রফিকুল ইসলাম রিপন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. হাবিবুর রহমান চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩৮৪ ভোট।
গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার (আনারস) ৮৮ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আ. কাদের কবীর উজ্জ্বল (দোয়াত কলম) পেয়েছেন ৩৩ হাজার ৬৮৪ ভোট।
নরসিংদী সদর: নরসিংদী সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর এলাহী চেয়ারম্যান পদে ১ লাখ ৮ হাজার ৯৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তামান্না নুসরাত বুবলী (কাপ-পিরিচ) পেয়েছেন ৯০ হাজার ৮৩০ ভোট।
রায়পুরা (নরসিংদী): রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান ৮০ হাজার ৮২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমান (দোয়াত-কলম) পেয়েছেন ৫৬ হাজার ১৮০ ভোট।
তাহিরপুর: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী কামরুজ্জামান কামরুল বিপুল (ঘোড়া) ২৭ হাজার ৩০৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিসুল হক (কাপ-পিরিচ) পেয়েছেন ২০ হাজার ৩২৮ ভোট।
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী নবকোমল চাকমা ১২ হাজার ৮১০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. কাশেম পেয়েছেন ১০ হাজার ৪৫৩ ভোট।
সন্দ্বীপ (চট্টগ্রাম): চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাস্টার শাহজাহান (আনারস) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬০ হাজার ৪৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান (দোয়াত কলম) ১২ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।
দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাখাওয়াত হোসেন (ঘোড়া) ১৫ হাজার ১৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. শাহ আলম (আনারস) পেয়েছেন ১২ হাজার ১০৫ ভোট।
পাবনা সদর: পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মোশারোফ হোসেন (আনারস) ১ লাখ ১৩ হাজার ৯০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. ইকবাল হোসাইন (মোটরসাইকেল) পেয়েছেন ৫৯ হাজার ৭২ ভোট।
আলমডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিন (আনারস) এক লাখ ৪২ হাজার ৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল কাউনাইন টিলু (দোয়াত-কলম) পেয়েছেন ২৬ হাজার ৭৫ ভোট।
হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আকরাম হোসেন মণ্ডল (মোটরসাইকেল) ২০ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হারুনুর রশীদ হারুন (টেলিফোন) পেয়েছেন ১৯ হাজার ৩৮ ভোট।
বিরল: দিনাজপুরের বিরল উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ ন ম বজলুর রশিদ (মোটরসাইকেল) ৫৩ হাজার ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত মানবেন্দ্র রায় (ঘোড়া) পেয়েছেন ৪৭ হাজার ১০২ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, জামায়াতসমর্থিত প্রার্থী এ কে এম আফজালুল আনাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপিসমর্থিত প্রার্থী ফিরোজা বেগম।
পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিএনপিসমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম (দোয়াত-কলম) ৬৭ হাজার ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফিজুল ইসলাম প্রামাণিক (ঘোড়া) পেয়েছেন ৬২ হাজার ৭৯৭ ভোট। এছাড়া, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতসমর্থিত আনোয়ার হোসেন (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপিসমর্থিত শাহিদা খাতুন (সেলাই মেশিন)।
সাতক্ষীরা সদর: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু (আনারস) ১ লাখ ৫২ হাজার ১৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা হাবিবুর রহমান হাবিব (দোয়াত-কলম) পেয়েছেন ৪৪ হাজার ২১৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোরশেদ (চশমা) ১ লাখ ৪৫ হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা মাওলানা আব্দুল বারী (উড়োজাহাজ) পেয়েছেন ৪৮ হাজার ২০৬ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ সমর্থিত কোহিনুর ইসলাম (প্রজাপতি) ১ লাখ ৪৭ হাজার ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রাইহানা বিলকিস পেয়েছেন ৫২ হাজার ৮৮৩ ভোট।
তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার (কাপ-পিরিচ) ১ লাখ ১০ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমর্থিত জামায়াত নেতা ডা. শেখ মাহমুদুল হক (দোয়াত-কলম) পেয়েছেন ৩৭ হাজার ৯৪৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেবুন্নেছা খানম নির্বাচিত হয়েছেন।
দেবহাটা: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল গণি। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল গণি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ হাজার ১৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাহাবুবুল আলম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৫০ ভোট।
মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওবায়দুর ইসলাম বেলাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো: ফায়েজুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৯ হাজার ৯৫১ ভোট পেয়েছেন।
সিরাজদিখান: মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী মহিউদ্দিন আহমেদ বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। কাপ-পিরিচ মার্কা নিয়ে তিনি পেয়েছেন ৬৮ হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সালাম সরকার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৬৮৮ ভোট।
চান্দিনা: কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা তপন বকসী (আনারস) ১ লাখ ৩১ হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক আবু তাহের (টেলিফোন) পেয়েছেন ১৮ হাজার ২৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোসলেহ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগসমর্থিত নাজমা আক্তার চৌধুরী বিজয়ী হয়েছেন।
মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু (হেলিকপ্টার) ৬৩ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. গোলাম কিবরিয়া পেয়েছেন ৩৬ হাজার ৩২১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম (টিয়া) ৭০ হাজার ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ৫১ হাজার ১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সানোয়ারা বেগম লোনা (হাঁস) ৭৩ হাজার ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাহমিনা আক্তার (প্রজাপতি) পেয়েছেন ৫৮ হাজার ৯৩৩ ভোট।
কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী জিএম রহিম উল্লাহ (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার ৯৯টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৪১ হাজার ৬৪৫ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল মাবুদ (আনারস) পেয়েছেন ৩৯ হাজার ৫১৯ ভোট।
উখিয়া: কক্সবাজারের উখিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী মন্টু আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮৮৬ ভোট।
টেকনাফ: টেকনাফ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর আহমদ আনারস প্রতীকে ৩০ হাজার ৬৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল্লাহ টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬২৯ ভোট।
বেড়া: পাবনার বেড়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমান ফকির পেয়েছেন ৩৯ হাজার ১০৭ ভোট।
কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মোত্তালেব তালুকদার ৭০ হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১১ হাজার ৮১০ ভোট।
বরগুনা: বরগুনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্বাস হোসেন মন্টু জয়ী হয়েছেন। চিংড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৩৮১ ভোট। দোয়াত-কলম প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আবদুল হালিম পেয়েছেন ১৮ হাজার ৭৪৪ ভোট।
আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জে এম দলোয়ার হোসনে জয়ী হয়েছেন।আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৮ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জালাল আহমেদ দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৭২ ভোট।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশাদুল হক বিশ্বাস আনারস প্রতীক নিয়ে ১ লাখ ৪০ হাজার ৫০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুল হক মালিক মজু চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ভোট।
লৌহজং: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওসমান গণি তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮২ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো: শাজাহান খান ৭ হাজার ৪৮৪ ভোট পেয়েছেন।
টঙ্গীবাড়ি: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ দোয়াত-কলম প্রতীক নিয়ে ৬১ হাজার ৫৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আলী আজগর রিপন মল্লিক আনারস প্রতীক নিয়ে ২৯ হাজার ৫১২ ভোট পেয়েছেন।
গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার আনারস প্রতীক নিয়ে ৮৮ হাজার ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আ. কাদের কবীর উজ্জ্বল দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৬৮৪ ভোট।
টাঙ্গাইল সদর: টাঙ্গাইল সদর উপজেলায় আওয়ামী সমর্থিত অ্যাডভোকেট খোরশেদ আলম (কাপ-পিরিচ) ৬১ হাজার ৫৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এম এ হামিদ (মোটরসাইকেল) পেয়েছেন ৪৬ হাজার ২২২ ভোট।
ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৯৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় ৯৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম খান (ঘোড়া) ৯৮ হাজার ৯৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আ খ ম রেজাউল করিম পেয়েছেন ১১ হাজার ১৫৮ ভোট।
মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৮ হাজার ২৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৬৩৯ ভোট।
রাজনগর: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আছকির খান দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৩৭৭ ভোট।
সূবর্ণচর: নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত-কলম প্রতীক নিয়ে ৮১ হাজার ৩৮১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া আনারস প্রতীক নিয়ে ১৩ হাজার ১৪৬ ভোট পেয়েছেন।
হাতিয়া: নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুব মোর্শেদ লিটন দোয়াত-কলম প্রতীক নিয়ে ৫০ হাজার ৭৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মহিউদ্দিন আহমেদ আনারস প্রতীক নিয়ে ১৭ হাজার ১০৪ ভোট পেয়েছেন।
অষ্টগ্রাম: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রাথী শহিদুল ইসলাম জেমস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাপ-পিরিচ প্রতীক নিয়ে জেমস পেয়েছেন ৩৬ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মনসুরুল কাদের টুটুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ১৪ ভোট।
ছাগলনাইয়া: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার ৪৭টি কেন্দ্রের মধ্যে স্থগিত একটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলোর ফলাফলে দেখা গেছে, আনারস প্রতীক নিয়ে সোহেল পেয়েছেন ৫৯ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দল সমর্থিত প্রার্থী নুর আহম্মদ মজুমদার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট।
জুড়ি: মৌলভীবাজারের জুড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম এম মুমিত আসুককে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মুমিত আসুক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আহমদ মিঠু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১০৫ ভোট।
গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম নুরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২১ হাজার ৩০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ নজরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ১৫ হাজার ১৭৬ ভোট পেয়েছেন।
লংগদু: রাঙামাটির লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. তোফাজ্জল হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৯হাজার ৮৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী ফয়েজুল আজিম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬৭১ ভোট।
রাজস্থলী: রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের উথিন সিন মারমা আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ১৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেএসএস সমর্থিত প্রার্থী পুলুখই মারমা টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৭ ভোট।
পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম রেনু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ৪৬ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আকতারুজ্জামান খোকন আনারস প্রতীকে ৪৪ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহজালাল মিয়া (দোয়াত-কলাম) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ছয় হাজার চারশ ৯৭ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মাসুদ (আনারস) পেয়েছেন ১০ হাজার চারশ ১৪ ভোট। বিজয়ী হয়েছেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। সোমবার রাতে ঘোষিত শাহজাদপুর উপজেলার ১২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজাদ রহমান শাজাহান (আনারস) ১ লাখ ৬০ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ইকবাল হাসান হিরু জিন্নাহ (কাপ-পিরিচ) পেয়েছেন ২০ হাজার ৮৪৪ভোট।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোস্তাক আহম্মেদ ১ লাখ ৫৬ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আরিফুজ্জামান আরিফ পেয়েছেন ২৭ হাজার ৩৮২ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এলিজা খান ১ লাখ ৫৮ হাজার ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সেলিনা রহমান পেয়েছেন ১৭ হাজার ৭৮৬ ভোট।
বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী আকন্দ (ঘোড়া) ৪০ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত রফিকুল্লাহ খান (আনারস) পেয়েছেন ৩৭ হাজার ৬৬৭ ভোট।
(রায়পুর) লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) বেরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৭০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. হাবিবুর রহমান মিন্টু (আনারস) পেয়েছেন ২২ হাজার ৮৭৫ ভোট।
রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতির উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবদুল ওয়াহেদ (দোয়াত-কলম) ৩০ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ১৯ হাজার ৫৩০ ভোট।
রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চেয়াম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আ ক ম রুহুল আমিন (হেলিকপ্টার) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯০ হাজার ৫৩৮ ভোট।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ভিপি আবদুর রহিম (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ৭৭৭ ভোট।
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপিসমর্থিত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ জয়লাভ করেছেন।
এ উপজেলার ৩১টি কেন্দ্রের ফলাফলে তিনি (মোটরসাইকেল) পেয়েছেন ২৪ হাজার ৭১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলিপ কুমার বর্মণ (ঘোড়া) পেয়েছেন ১৫ হাজার ২৯৭ ভোট।
ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রাজ্জাক বসুনিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৫ হাজার ৯৪১ ভোট।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতসমর্থিত আব্দুর রশিদ (দোয়াত-কলম) পেয়েছেন ২৯ হাজার ১৩৬ ভোট।
রাঙামাটি সদর: রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী অরুণ কান্তি চাকমা।
তিনি পেয়েছেন ২২ হাজার ১৫৯ ভোট।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিসমর্থিত মাহবুবুল বাসেত অপু পেয়েছেন ১২ হাজার ৩৯৭ ভোট।
অপর প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসাইন সেলিম পেয়েছেন ৭ হাজার ৫৫৩ ভোট।
কালীগঞ্জ (লালমনিরহাট): লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭৩টি কেন্দ্রের চূডান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুবুজ্জামান আহম্মেদ (ঘোড়া) ৩৬ হাজার ৯২৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী রোকন উদ্দিন বাবুল (মোটরসাইকেল) পেয়েছেন ৩৫ হাজার ৭১৩ ভোট।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মো. মাজেদুর রহমান মাজেদ (ব্যাটারি) ৬২ হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা আহমেদ (দোয়াত-কলম) পেয়েছেন ৫৪ হাজার ২০০ ভোট।
ফুলছড়ি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান (ঘোড়া) ২০ হাজার ৪০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত উপজেলা জামায়াতের সদস্য প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলী (মোটরসাইকেল) পেয়েছেন ১২ হাজার ৬১৩ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া সদর: ব্রাহ্মণবাড়িয়া সদরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ) ৫৮ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিসমর্থিত হাজী মো. জাহাঙ্গীর পেয়েছেন ৩৬ হাজার ৫৮৪ ভোট।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া ৯৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইকলিল আজম পেয়েছেন ৩০ হাজার ২০৫ ভোট।
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী আবু আসিফ আহমেদ ২৬ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. হানিফ মুন্সী পেয়েছেন ২৩ হাজার ৩০৬ ভোট।
বানিয়াচং (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ বশির আহমেদ (ঘোড়া) ৩৪ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কাশেম চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ২৪ হাজার ৩৪০ ভোট।
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মালেক চৌধুরী স্বপন (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হন।
ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৩২৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৩৬ হাজার ৪৪৭ ভোট।
গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আশরাফ উদ্দিন বাদল (আনারস) ১ লাখ ৬০ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত মুশফিফুর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ২২ হাজার ৭১৪ ভোট।
ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আলহাজ্ব জয়নাল আবেদিন (আনারস) ৬৫ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মতিন সরকার পেয়েছেন ৫২ হাজার ৯১ ভোট।