শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪৩

বুধবার ট্রাম্পের সভাপতিত্বে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

বুধবার ট্রাম্পের সভাপতিত্বে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

/ ২৪৩
প্রকাশ কাল: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালনায় এবার বৈঠক বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। বুধবার অনুষ্ঠিতব্য এই সভায় ইরানের পরমাণুচুক্তির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এসপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের বার্ষিকসভায় যেখানে বিশ্বনেতারা উপস্থিত থাকবেন, সেই সভায় সভাপতিত্বের ভার পড়েছে যুক্তরাষ্ট্রের ওপর।

সেখানে প্রত্যেক দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করলেও চীন ও রাশিয়াই শুধু তাদের মন্ত্রিপর্যায়ের প্রতিনিধি পাঠাবে বলে জানা গেছে।

এর আগে, টুইটারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতেই নিরাপত্তা পরিষদে বার্ষিকসভায় আলোচনা বসতে যাচ্ছে। আর এতে এবার আমি সভাপতিত্ব করতে চলেছি।

এপ্রসঙ্গে জাতিসংঘের মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি সাংবাদিকদের বলেন, আমি মনে করি, এটি একটি অভূতপূর্ব উত্তেজনাকর সভা হতে চলেছে।

এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানকে বোঝাতে চায় যে পুরোবিশ্ব প্রতিনিয়ত তাদের দিকে লক্ষ্য রাখছে। আর এটিই এই সভা অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বড় কারণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024