রবিবার, ০৫ মে ২০২৪, ০২:২০

পাকিস্তানে বেড়েছে অমুসলিম ভোটারের সংখ্যা

পাকিস্তানে বেড়েছে অমুসলিম ভোটারের সংখ্যা

/ ১৬৮
প্রকাশ কাল: বুধবার, ৪ জুলাই, ২০১৮

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: পাকিস্তানে অমুসলিম ভোটারের সংখ্যা বেড়েছে। দেশটিতে অমুসলিম সংখ্যালঘুর সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৩.৬৩ মিলিয়নে এসে দাঁড়িয়েছে।

এরমধ্যে ১.৭৭ মিলিয়নই হিন্দু ভোটার। উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। হিন্দু সম্প্রদায়ের পরই রয়েছে খ্রিস্টান ভোটারের সংখ্যা। সর্বমোট ১.৬৪ মিলিয়ন খ্রিস্টান ভোটার নিবন্ধন করেছেন।

পাকিস্তান ইলেকশন কমিশন-ইসিপি’র প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে অমুসলিম ভোটারের সংখ্যা ২.৭৭ মিলিয়ন থাকলেও ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৬৩ মিলিয়নে।

প্রতিবেদনে দেখা যায়, এবারের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারের সংখ্যা বেড়ে ১.৪০ মিলিয়ন হয়েছে। এরমধ্যে সিন্ধুপ্রদেশেই রয়েছে ১.৭৭ মিলিয়ন ভোটার। এছাড়া, ওমরকোটে ৪০ ও ঠারপারকার জেলায় বেড়েছে ৪০ শতাংশ হিন্দু ভোটারের সংখ্যা।

অন্যদিকে, খ্রিস্টান সম্প্রদায়ের ভোটারের সংক্যা বেশি রয়েছে পাঞ্জাব এলাকায়। এছাড়া, ২ লাখেরও বেশি খ্রিস্টান ভোটার সিন্ধির করাচিসহ বেশ কয়েকটি জেলায় রয়েছে।

হিন্দু ও খ্রিস্টান ছাড়াও, বাহাই সম্প্রদায়ের ৩১হাজার ৫৪৩জন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে। অন্যদিকে, ৮ হাজার ৮৫২ জন শিখ, ৪ হাজার ২৩৫ জন পার্সি এবং ১ হাজার ৮৮৪ জন বৌদ্ধ ভোটার নির্বাচনে নিবন্ধন করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024