বুধবার, ১৮ জুন ২০২৫, ০৬:১৮

আদিলের রিমান্ড স্থগিত: নিহতের তথ্য দেয়নি অধিকার বললেন ইনু

আদিলের রিমান্ড স্থগিত: নিহতের তথ্য দেয়নি অধিকার বললেন ইনু

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রের রিমান্ড স্থগিত করেছে হাই কোর্ট। তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে পুলিশকে তা করতে হবে কারাফটকে। আদিলের এক আবেদনে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কাশিফা হোসেনের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

চারদলীয় জোট সরকার আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলকে শনিবার রাতে গুলশানে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ এনেছে সরকার। রোববার তাকে ঢাকার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চায় পুলিশ। ঢাকার মহানগর হাকিম আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন। হাই কোর্টের আদেশের ফলে এখন অধিকার সেক্রেটারিকে হেফাজতে নিতে পারবে না পুলিশ। তাকে কারাগারে পাঠাতে বলার পাশাপাশি পুনরায় হেফাজতে না নেয়ার বিষয়েও আদেশ হয়েছে।

সরকারের দাবি, ওই অভিযানে কেউ নিহত না হলেও অধিকারের প্রতিবেদনের ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ডানঘেঁষা হিসেবে পরিচিত মানবাধিকার সংগঠন অধিকারের কাছে নিহত ৬১ জনের নাম পরিচয়ও চেয়ে চিঠিও পাঠানো হয় সরকারের কাছ থেকে। চিঠির জবাবও অধিকার দেয়। এদিকে, রোববার রাতে পুলিশ অধিকারের কার্যালয়েও তল্লাশি চালায়। গুলশানে প্রতিষ্ঠানের কার্যালয় ও আদিলের বাড়ি এক ভবনে থাকায় পুলিশ এক সাথে তল্লাশি চালায়।

 

 

 

 

 

 

 

 

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, মানবাধিকার সংগঠন অধিকার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে। অধিকার কথিত নিহত কারো নাম-পরিচয় দেয়নি।

গত ৫ মে’র মতিঝিল অভিযানে ৬১ জন নিহত হয়েছে বলে অধিকার তাদের প্রতিবেদনে যে দাবি করেছে, তা নাকচ করেছেন তথ্যমন্ত্রী ইনু বলেন, জবাবে নিহতদের নাম-ঠিকানা দিতে অস্বীকৃতি জানায় সংগঠনটি। অধিকারের প্রতিবেদনে ৬১ জন নিহত হওয়ার কথা বলায় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ও হেফাজতের সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে ভ্রান্ত ধারণার অবতারণা হয়েছে। হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025