বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৭

যুক্তরাষ্ট্রের উপর চলতি বছরই পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছেন কিম জং উন

যুক্তরাষ্ট্রের উপর চলতি বছরই পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছেন কিম জং উন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগাতে কোমর বাঁধছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। চলতি বছরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছেন।

এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের। তাদের কাছে খবর, এ বছরই পরমাণু বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন।

সম্প্রতি উত্তর কোরিয়া একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে। কিম জং উন যে গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে, এ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে চলছে জোর সমালোচনা।

কিম বার বার হুমকি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি আক্রমণ করবেন শীঘ্রই।

সেই সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সচিবও হুঁশিয়ারি দিয়ে জানান, যে কোনও মুহূর্তে পরমাণু আক্রমণ করা হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ করতে বাধ্য করছে। গত কয়েক বছরে একাধিক মরণাস্ত্র পরীক্ষা করে বিশ্বের নিন্দার মুখে পড়েছে উত্তর কোরিয়া।

যদিও কিম জং উন সে সব কিছুতে কান দেননি। তবে পরমাণু অস্ত্র প্রয়োগ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, এ বিষয়ে দ্বিধা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024