সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৪

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বন্যার্তদের পাশে ফেসবুকও

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বন্যার্তদের পাশে ফেসবুকও

প্রযুক্তি আকাশ ডেস্ক: গুগলের পর এবার বিশ্বের জনপ্রিয় সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যায় আক্রান্তদের পুনর্বাসনে ১০ লাখ ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেনের সঙ্গে যৌথভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তহবিল করছে ফেসবুক।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য ও ত্রাণ সংস্থার মাধ্যমে এই তহবিল বন্যায় আক্রান্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফেসবুক এক পোস্টে জানিয়েছে, সেভ দ্য চিলড্রেনের ত্রাণ কার্যক্রমে অংশীদার হয়েছে ফেসবুক। ফেসবুকে এ লক্ষ্যে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। এই অর্থ সেভ দ্য চিলড্রেনের কাছে পৌঁছে দেওয়া হবে।

পোস্টটিতে আরও বলা হয়েছে, সেভ দ্য চিলড্রেন বন্যায় আক্রান্ত দেশগুলোতে আশ্রয়, খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে। ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী সহযোগিতাও দিচ্ছে।

এর আগে সার্চ এঞ্জিন জায়ান্ট গুগলও বন্যায় আক্রান্ত দক্ষিণ এশিয়ার এই তিন দেশে দুটি এনজিও’র মাধ্যমে ১০ লাখ ডলার সহযোগিতা দেওয়া ঘোষণা দিয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024