মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩৯

সমকামী বিয়ের বৈধতায় জনগণের ভোটের পক্ষে অস্ট্রেলিয়ার আদালত

সমকামী বিয়ের বৈধতায় জনগণের ভোটের পক্ষে অস্ট্রেলিয়ার আদালত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সমকামীদের বিয়ের প্রশ্নে সারাদেশে ভোটাভুটির পক্ষে মত দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত। এর আগে, সমলিঙ্গের বিয়েকে বৈধতা দানে ভোটাভুটির বিরুদ্ধে করা দুটি আইনি চ্যালেঞ্জকে নাকচ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

জানা গেছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় বিবাহ আইন পরিবর্তনের পক্ষে সমর্থন যাচাইয়ের জন্য জরিপ শুরু হবে। রায় ঘোষণার পর প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান, ভোটাভুটিতে সমকামী বিয়েকে বৈধতা প্রদানের পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায় পাওয়া গেলে এ বছরই আইন পরিবর্তন করা হতে পারে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) তিনি বলেন, আমরা প্রত্যেক অস্ট্রেলীয়কে উৎসাহ দিচ্ছি তারা যেন এ জরিপে ভোট দেয়, তাদের ইচ্ছের কথা জানায়। ভোট প্রদানের জন্য আগামী মঙ্গলবার থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছে অস্ট্রেলীয়রা। ১৫ নভেম্বর ফলাফল ঘোষণার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025