মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০০

দাবানলে পুড়ে গেছে অস্ট্রেলিয়ার ২শ বর্গমাইল এলাকা

দাবানলে পুড়ে গেছে অস্ট্রেলিয়ার ২শ বর্গমাইল এলাকা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেসের বনাঞ্চলে জ্বলছে আগুনে। অস্ট্রেলিয়ায় ধারাবাহিক দাবানলে ২শ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে শত শত বাড়ি-ঘর। দাবানলের ঘটনায় একজন নিহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

এ আগুনের উচ্চতা প্রায়  ১০০ ফিট। তাপমাত্রা ও বাতাস কমে গেলেও সিডনির বাইরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিউ সাউথ ওয়ালেসজুড়ে প্রায় দুই হাজার অগ্নিনির্বাপণকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বৃহস্পতিবার আশ্রয় কেন্দ্র রাত কাটিয়েছে শত শত অধিবাসী। অনেকে সকালে ফিরে গেছে তাদের পুড়ে যাওয়া ঘর-বাড়ি দেখতে। বৃহস্পতিবার নিজের ঘরের আগুন নেভানের চেষ্টা ‍চালানোর সময় হার্ট অ্যাটাকে (হৃদযন্ত্রের ক্রিয়া) বন্ধ হয়ে এক বৃদ্ধ মারা গেছেন।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদদাতা জানান, অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় ঘটে। কিন্তু এ বছরের প্রথম দিক দাবানল ঘটছে যা বড় ধরনের দাবানলের ইঙ্গিত দিচ্ছে।

নিউ সাউথ ওয়ালেসের রুরাল ফায়ার সার্ভিস কমিশনার রব রজার্স বলেন, কয়েক দশকের চেয়ে আগুনের পরিস্থিতি খুবই ভয়াবহ। হাজার হাজার কিলইমটার এলাকা পুড়ে গেছে যা আমরা নেভাতে চেষ্টা করেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025