বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:০১

কমন্স লিয়াজোঁ কমিটিতে বরিস জনসনকে তলব

কমন্স লিয়াজোঁ কমিটিতে বরিস জনসনকে তলব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ের পর হাউজ অব কমন্সের লিয়াজোঁ কমিটি থেকে সমন পাঠানো হয়েছে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে।

এ কমিটির চেয়ার লিবারেল ডেমোক্রেট দলের এমপি ড. সারা ওলাস্টোন ওই সমন জারি করে আগামী এক সপ্তাহের মধ্যে কমন্সের লিয়াজোঁ কমিটিতে উপস্থিত হয়ে পার্লামেন্ট স্থগিত করার পক্ষে তথ্যপ্রমাণ দিতে বলেছেন। সিলেক্ট কমিটি চেয়ারদের নিয়ে এই কমিটি গঠিত।

বরিস জনসনকে সারা ওলাস্টোন চিঠিতে লিখেছেন, পার্লামেন্ট স্থগিত করার বিষয়ে ১১ই সেপ্টেম্বর তাকে কমিটিতে উপস্থিত হতে বলা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি বলে কমিটির সদস্যরা গভীরভাবে হতাশ।

উল্লেখ্য, জনসম্পৃক্ত বিভিন্ন ইস্যুতে বছরে বেশ কয়েকবার প্রধানমন্ত্রীকে তথ্যপ্রমাণ দিতে লিয়াজোঁ কমিটিতে ডাকা হয়। তাই ড. ওলাস্টোন তার চিঠিতে লিখেছেন, পার্লামেন্ট স্থগিত ঘোষণার পর আপনার অফিস আমাদেরকে জানিয়েছিল যে, হাউস পরবর্তীতে যখন আবার বসবে তখন যতটা আগে সম্ভব নতুন একটি শিডিউল করবেন শুনানির জন্য।

যেহেতু বুধবার হাউজ আবার বসছে, তাই আমি আপনাকে আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২রা অক্টোবর বুধবারের মধ্যে এই কমিটিতে উপস্থিত হতে অনুরোধ করছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025