সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:২২

ব্যাংককে শপিংমলে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যার পর থাই সৈন্য নিহত

ব্যাংককে শপিংমলে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যার পর থাই সৈন্য নিহত

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাশের একটি শহরের শপিংমলে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনীর এক সদস্য৷ পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয় ঐ সৈন্য৷

রাতভর অভিযানের পর আইন শৃঙ্খলা সদস্যদের গুলিতে নিহত হলেন শপিং মলে হামলাকারী থাই সৈন্য৷ তার আগে ২৬ জনকে হত্যা করেন তিনি৷ আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন৷ ঘটনাটি ঘটেছে ব্যাংককের উত্তর পূর্ব শহর নাখন রাটশাসিমাতে৷

রোববার সকালে ফেসবুকে অভিযান সমাপ্তির ঘোষণা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল৷ তিনি পুলিশ এবং সেনাসদস্যদের ধন্যবাদ দেন৷ জানান হামলাকারী নিহত হয়েছে৷

ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে কমান্ডিং অফিসারের এক আত্মীয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে তিনি ক্ষিপ্ত ছিলেন বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থাগুলো৷

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নাখন রাটশাসিমার একটি সেনা ক্যাম্পে প্রথমে সহকর্মী ও এক নারীকে গুলি করে হত্যা করেন৷ এরপর ব্যারাক থেকে তিনি অস্ত্র ও সামরিক যান নিয়ে পালিয়ে যান৷ পরে টার্মিনাল টুয়েন্টি ওয়ান নামের একটি শপিং মলে ঢুকে গুলি চালাতে শুরু করেন৷ এক পর্যায়ে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দেন৷ যদিও তার অ্যাকাউন্টটি সরিয়ে ফেলার কথা জানিয়েছে ফেসবুক৷

১২ ঘন্টার অভিযানের পর ঐ সৈন্যকে নিবৃত্ত করতে সমর্থ হয় থাইল্যান্ডে পুলিশ ও সেনাসদস্যরা৷ এর মাঝে বিভিন্ন পর্যায়ে শপিং মলে আটকা পড়াদের বের করে আনেন তারা৷ তবে গুলিতে প্রাণ হারান ২৬ জন৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024