শীর্ষবিন্দু নিউজ: আগামী রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়ে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল পালন করবে ১৮-দলীয় জোট। শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও হরতালের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এর আগে দুই দফায় ৬০ ঘণ্টা হরতালের ডাক দিলেও এবার তারা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে। ১৮-দলীয় জোট গত সোমবার ভোর ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে টানা হরতাল পালন করে। এর আগে একই দাবিতে গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর বিরোধী দল ৬০ ঘণ্টার হরতাল পালন করে।