মুদ্রা রুবলের দরপতন ঠেকাতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ অব্যাহত রেখেছে। রাশিয়ার নাগরিকরা যাতে রুবল বিক্রি করে বিদেশী মুদ্রা কিনতে না পারে সেজন্য ৩০ শতাংশ কমিশন আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিদেশী মুদ্রা কিনতে গেলে রাশিয়ায় ৩০ শতাংশ কমিশন দিতে হবে। এর ফলে বিদেশী মুদ্রা ক্রয় ব্যয়বহুল হবে এবং অনেকে বিদেশী মুদ্রা ক্রয় করতে নিরুৎসাহিত হবে। রুবলের দরপতন ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে রাশিয়া থেকে বিদেশে অর্থ পাঠানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় দাম দ্রুত বাড়ছে। ২০১৪ সালের জুনের পর প্রায় ৮ বছরে প্রথমবারের মতো ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল ১১৩ ডলারে পৌঁছেছে।
আবার ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। এর প্রভাব ইতোমধ্যে টের পেতে শুরু করেছে বিশ্ব। আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম নতুন রেকর্ড গড়েছে। নিকেলের দাম হয়েছে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। দাম বেড়েছে জিংক-তামার মতো ধাতুগুলোরও।
বিশ্বে অ্যালুমিনিয়াম ও নিকেলের অন্যতম প্রধান উৎপাদক রাশিয়া। দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞার কারণে বড় বড় কোম্পানিগুলো রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। চুক্তি বাতিল করছে অর্থদাতারা। এতে মহাসংকটে পড়েছে আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজার। ক্রমেই কঠিন হয়ে উঠছে ধাতুর মতো পণ্যগুলো পরিবহন।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের ওপরে উঠেছে। ২০২১ সালে ২৩ ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দর।
Leave a Reply