বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩২

বন্যার্ত মানুষের মধ্যে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের চাল বিতরণ

বন্যার্ত মানুষের মধ্যে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের চাল বিতরণ

নিউজ ডেস্ক, সিলেট / ১৮৪
প্রকাশ কাল: রবিবার, ২৬ জুন, ২০২২

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত মানুষের মধ্যে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার ২৪ জুন দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামস্থ এলাহাবাদ রাহমান মঞ্জিলে প্রায় ৩ শতাধিক মানুষের মধ্যে চাল বিতরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট প্রধান  উলামা উপদেষ্টা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা ছালেহ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমির উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, সাংবাদিক সমুজ আহমদ সায়মন।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য কমর উদ্দিন, অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, মিডিয়া সম্বন্বয়ক মাহফুজুর রহমান, সদস্য লিয়াকত আলী, মাহমুদুর রহমান, আবিদুর রহমান, মানসুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেট-সুনামগঞ্জের প্রত্যান্ত অঞ্চলের বন্যার্তদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023