রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১০:০১

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনীটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনীটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক, লন্ডন / ১৭৬
প্রকাশ কাল: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থায়ীভাবে বসবাসরত সিলেট শহরের বৃহত্তর কাজিটুলাবাসীদের প্রাণের সংগঠন ‘কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনীটি’ এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ই মার্চ সোমবার বার্মিংহামের একটি হলে অনুষ্ঠিত এই সভায় সদ্য সাবেক আহবায়ক কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্য এলাহী বকস এনামের পরিচালনায় সাধারন সভায় যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে সদস্যরা যোগ দেন।

সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান এবং সহ সাধারণ সম্পাদক এলাহী বকস এনাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আগামীতে কাজ করার জন্য সকলের সহযোগিতায় নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সিনিয়র সদস্যদের নিয়ে গঠিত ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির পর্যালোচনা এবং মনোনয়ন প্রক্রিয়া শেষে সকল সদস্যদের মতামত শেষে আগামী দুই বছরের জন্য আতিকুর রহমানকে সভাপতি ও মোর্শেদ খানকে সেক্রেটারী করে ১৭ সদস্যের একটি পুণাঙ্গঁ কমিটি গঠন করা হয়।

পুণাঙ্গঁ কমিটির মধ্যে- উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- জুবের আলম চৌধুরী, নকরুল আলম কাইয়ুম চৌধুরী ও বেলাল আহমদ বকত।

এছাড়াও সহসভাপতি- মুজিবুর বহমান এপলো, হাফেজ রশিদ রানু, জয়েনট সেক্রেটারী:- সহ সাধারণ সম্পাদক-  এলাহী বকস এনাম, কোষাধক্ষ- জুনেদ আলম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে সিনিয়র সদস্য- দিলদার আহমদ, আবদুল্লা সিদ্দিক, মতিউর রহমান রানা, কমিটির সদস্যগণ হলেন- রুকুনুজজামান কচি, তুহিন খান, মুজিবুর রহমান মনজু, আরিফ উদ্দিন ও মুমিনুজজামান রাজু।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022