বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:২৬

গোলাপগঞ্জ হেলপিং হ‍্যান্ডস ইউকে’র নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

গোলাপগঞ্জ হেলপিং হ‍্যান্ডস ইউকে’র নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

নিউজ ডেস্ক, লন্ডন / ১০২
প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩

গোলাপগঞ্জ হেলপিং হ‍্যান্ডস ইউকে’র নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা গত ৫জুন সোমবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ফুলবাড়ী ইউনিয়ন সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক শাহীন আহমেদের আহ্বানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউনিয়নের প্রবীণ মুরব্বি আনু জামিল। এম জে সুমনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা রায়হান আহমেদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউনিয়ন সোসাইটি ইউকের সাধারণত সম্পাদক শাহীন আহমেদ। সভায় আসন্ন নির্বাচন বিষয়ে সকলে নিজস্ব মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন গোলাপগঞ্জ হ‍্যাল্পিং হ‍্যান্ডস ইউকের বর্তমান সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ শাহনাজ, ছানা মিয়া, এনায়েত হোসেন অলক, রফি চৌধুরী সিবা, জাহাঙ্গীর হোসেন, এম জে সুমন, রানা মিয়া, মাওলানা রায়হান আহমদ, মাওলানা মোহাম্মদ আলী, নিজাম ঊদ্দিন, সাদেক আহমেদ, সোয়েব মিয়া, মোঃ মছব্বির আলী, কাবুল হোসেন, অজিহ উদ্দিন, সিরাজুল জায়ফরি প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন গোলাপগঞ্জ হ‍্যাল্পিং হ‍্যান্ডস ইউকে’র নির্বাচনে ফুলবাড়ী ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য এবং সন্মানের কথা বিবেচনা করে, ইউনিয়নের পক্ষ থেকে একজন সভাপতি প্রার্থী মনোনয়নের লক্ষ‍ে, ছয় সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সভার সভাপতি আনু জামিলের বক্তব‍্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023