বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৯

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে বিশিষ্ট লেখক ডঃ মোঃ আবু তাহেরের সম্মানে মত বিনিময় সভা

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে বিশিষ্ট লেখক ডঃ মোঃ আবু তাহেরের সম্মানে মত বিনিময় সভা

নিউজ ডেস্ক, লন্ডন / ১০২
প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট লেখক, গবেষক ও আইনজীবি ডঃ মোঃ আবু তাহেরের সম্মানে গত ১লা আগষ্ট বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ জননেতা মাকসুদ ইবনে আজিজ লামা এবং বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক ডঃ এম এ আজিজ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, ব্যারিষ্টার আব্দুস শহীদ, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী, অধ্যাপক শাহ জামাল চৌধুরী, মাওলানা রফিক আহমদ রফিক, সংগঠণের ট্রেজারার আফসার উদ্দিন, সহ সভাপতি বদরুজ্জামান বাবুল, অফিস সম্পাদক ইসলাম উদ্দিন, কবি শিহাবুজ্জামান কামাল, হাজী ফারুক মিয়া, কমিউনিটি নেতা জামান সিদ্দিকী, নুরুল ইসলাম মাষ্টার ও ইউসুফ জাকারিয়া খান প্রমুখ।

সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন যথাক্রমে সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, আফসার উদ্দিন, জামান সিদ্দিক ও তকবির হোসেন। সভায় বক্তারা- বিশিষ্ট লেখক ডঃ মোঃ আবু তাহেরের  বহুমুখী কর্মকাণ্ডের ভূঁয়শী প্রশংসা করেন।

তারা বলেন, ডঃ মোহাম্মদ আবু তাহের দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। তিনি একজন সাংবাদিক, আইনজীবি, লেকচারার ও বিশিষ্ট সমাজসেবী। তিনি মৌলভীবাজারের কৃতি সন্তান। একজন গুণী ব্যক্তিকে সম্মান প্রদর্শন করায় জার্নালিস্ট এসোসিয়েশনকে ধন্যবাদ জানানো হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযাদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা বলেন- বাংলাদেশে রাজনৈতিক সংকট শুরু হয়েছে। বড় রাজনৈতিক দলের মধ্যে একদল ক্ষমতা ধরে রাখার জন্য ও আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। দেশে রাজনৈতিক সংকট আরো ঘণীভূত হতে পারে। এ সংকট মোকাবিলায় দেশ প্রেমের মনোভাব নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর উন্নয়ন কর্ম কাণ্ডের প্রশংসা করেন।

ডঃ এম এ আজিজ বলেন- তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান  সকল প্রতিকূলতা অতিক্রম করে যেভাবে সফলতা অর্জন করেছেন ঠিক তেমনি তাঁকে অনুসরন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সভার সভাপতি কে এম আবুতাহের চৌধুরী- সাংবাদিক দম্পতী সাগর-রুণী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও কোন বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংগঠণের অতীতের কার্যক্রম তুলে ধরে সিলেটের বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বিশিষ্ট লেখক মাওলানা আব্দুল হাই জিহাদীর উপর সন্ত্রাসী হামলার ও জামালপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান।

সভায় দৈনিক জালালাবাদ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক ও সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার সাবেক চেয়ারম্যান সংবাদপত্রসেবী আলহাজ্ব মিয়া মনিরুল আলমের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন- মাওলানা জিল্লুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023