বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:১৯

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীকে আ.লীগের অভ্যর্থনা

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীকে আ.লীগের অভ্যর্থনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১২৬
প্রকাশ কাল: রবিবার, ১ অক্টোবর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে হোটেল লবিতে অভ্যর্থনা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। শনিবার ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকালে হোটেল লবিতে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

সেন্ট্রাল লন্ডনের হোটেল লবিতে এ সময় সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, জালাল উদ্দীন, নঈমুদ্দিন রিয়াজ, আবদুল আহাদ চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবি, ই-পাসপোর্ট, ডিজিটাল আইডি কার্ড ও ভোটাধিকারের বিষয়ে এবার ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রীর কাছ থেকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে আজ সকাল ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান।

১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এটিই শেষবারের মতো যুক্তরাজ্য সফর। প্রধানমন্ত্রীর এ সফরে আগামীকাল ২রা অক্টোবর সোমবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023