শীর্ষবিন্দু নিউজ: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের তফশিল ঘোষণা করা হলে দেশ অচল করার হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এই হুমকি দেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দবিতে আগামী রোববার সারাদেশে উপজেলা, থানা ও পৌরসভায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হবে বলেও তিনি সমাবেশে জানান।