যুক্তরাজ্যে মানবপাচারে জড়িত অভিযোগে আনাস আল মুস্তফা (৪৩) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার ৬ সেপ্টেম্বর লুইস ক্রাউন কোর্টে বিচারের সময় যুক্তরাজ্যে বেআইনি অভিবাসনে সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আল মুস্তফাকে ঘটনাস্থল থেকে আটক করে। হোম অফিসের ক্রিমিনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিটের তদন্তের পরে অভিযোগ দায়ের করে।
পরে আদালতে প্রমাণ হয়েছে, আসামি ভিয়েতনামের সাত নাগরিককে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে গেলো ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের সাত নাগরিককে ফ্রান্স থেকে ভ্যানে বিশেষভাবে তৈরি একটি লুকায়িত কম্পার্টমেন্টে ব্রিটেনে নিয়ে আসেন। মাত্র ২ মিটারের মতো ওই কম্পার্টমেন্টে নারীসহ সাত জনকে লুকিয়ে আনা হয়।
ভ্যানটি ব্রিটেনের সাসেক্সের নিউ হেভেনে থামায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী। সেখানে ফেরিতে থাকা এক ক্রুম্যান বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টদের জানান।
ফেরির ক্যাপ্টেন এবং ক্রু সদস্যরা পুলিশের সহায়তায় ভ্যানটির দেয়াল ভেঙে অভিবাসীদের উদ্ধার করা হয়।
ভ্যানে পাওয়া সবাই ঘটনাস্থলে অক্সিজেনের অভাবে ভুগলে তাদের জরুরি চিকিৎসা দেওয়া হয়। তাদের একজন ঘটনার পর কয়েক সপ্তাহ কোমায় ছিলেন।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের লরেন দোশি বলেছেন, মামলার আসামি ব্রিটেনে পাচারে নিজের সম্পৃক্ততাকে অস্বীকারের চেষ্টা করছিল।
Leave a Reply