চলতি বছরের এখন পর্যন্ত ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েযুক্তরাজ্যে পৌঁছেছেন ২৫ হাজার অভিবাসী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত চার শতাংশ বেশি।
২০২৩ সালের এই সময়ে মোট ২৩ হাজার ৯৯৬ অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।
তবে চলতি বছর একই সময়ে অবৈধভাবে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ২০২২ সালের তুলনায় ২১ শতাংশ কম। ওই বছর একই সময়ের মধ্যে ৩১ হাজার ৬৮৬ অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।
অভিবাসীদের অবৈধপথে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। সোমবার টানা তৃতীয় দিনের মতো খারাপ আবহাওয়া উপেক্ষা করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন কয়েকশ অভিবাসী। লাইফ জ্যাকেট এবং কম্বল গায়ে দেওয়া কিছু অভিবাসীকে কর্তৃপক্ষ ডোভার বন্দরে নিয়ে যাচ্ছে, এমন ছবি দেখা গেছে।
স্থানীয় হোম অফিস জানিয়েছে, রোববার ১৩টি নৌকায় করে মোট ৭১৭ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। এই সংখ্যা চলতি বছর একদিনে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা বিবেচনায় তৃতীয় সর্বোচ্চ।
তার আগে চলতি বছরের ১৮ জুন ৮৮২ জন এবং ১৪ সেপ্টেম্বর ৮০১ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন।
Leave a Reply