পূর্ব লন্ডনের নিউহামের কাস্টমস হাউস এলাকায় শ্বেতাঙ্গ প্রতিবেশীর উপর্যুপরি ছুরিকাঘাতে রইস উদ্দীন (৪৪) নামে এক ব্রিটিশ বাংলাদেশি মারা গেছেন।
লন্ডনের বাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। এ ঘটনায় ছুরিকাহত হন রইসের ১৬ বছর বয়সী ছেলেও।
এ ঘটনায় হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। লাশের ময়নাতদন্ত শেষে জানাজার সময় নির্ধারিত হবে বলে জানা গেছে।
নিউহাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান জানান, এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘাতকের বিচার নিশ্চিতে প্রতিবেশীদের পুলিশকে তথ্য দিতে অনুরোধ জানান রহিমা।
প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, ঘরের দরজা খোলা রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই শ্বেতাঙ্গ প্রতিবেশী বাগবিতণ্ডার এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় রইস উদ্দীনকে।
Leave a Reply