শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮

নৌকায় ৩০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন যুক্তরাজ্যে

নৌকায় ৩০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন যুক্তরাজ্যে

চলতি বছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ত্রিশ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী। ছোট নৌকা ব্যবহার করে তারা দেশটিতে গেছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে।

যুক্তরাজ্যের বর্তমান সরকার যখন অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ বন্ধের চেষ্টা করছে ঠিক তখনই এমন খবর এল। যদিও নির্বাচনের আগে দলটি এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এখন পর্যন্ত দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে ত্রিশ হাজার ৪৩১ জন অভিবাসন প্রত্যাশী ইংল্যান্ডে পৌঁছেছেন। তারা ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে গেছেন।

গত বুধবারও অন্তত ১২টি নৌকায় করে ৫৬৪ জন যুক্তরাজ্যে পৌঁছান। এতে অক্টোবরেই পাঁচ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটিতে পৌঁছেছেন।

২০২৩ সালে প্রায় ত্রিশ হাজার অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছেছিল। ২০২২ সালে এই সংখ্যা ছিল রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জন।

চলতি বছরের জুলাইতে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের অন্যতম ইস্যু ছিল অভিবাসন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024